বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০১৫, ০৭:৪০:০৮

চীনের সেই বিখ্যাত কাঁচের সেতুতে ফাটল!

চীনের সেই বিখ্যাত কাঁচের সেতুতে ফাটল!

আন্তর্জাতিক ডেস্ক: আকশপথ বললেও কম বলা হয় না। সমুদ্রতল থেকে ৩৫০০ ফুট উপরে কাঁচের রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যাবে এক পাহাড় থেকে অপর পাহাড়ে। সম্প্রতি তৈরি হওয়া চীনের এই নয়া স্কাই ব্রিজ নজর কেড়েছে বহু পর্যটকের। কিন্তু এবার ওই কাঁচের ব্রিজের দিকে পা বাড়ানোর আগে দু’বার ভাববেন পর্যটকরা। কারণ ফাটল ধরা পড়েছে ওই সেতুর কাঁচে। একজন পর্যটক ব্রিজটির ওপর দিয়ে হেটে যাওয়ার সময় এটি দেখতে পান। ব্রিজের নিচে তাকালেই চোখে পড়ে রুক্ষ পাথুরে পাহাড়।

জানানো হয়েছিল যে এই সেতু যথেষ্ট নিরাপদ তৈরি করার সময় সুরক্ষার দিকে সবরকম নজর দেওয়া হয়েছে। সেতুতে রয়েছে কাঁচের তিনটি স্তর। প্রত্যেকটা কাঁচ ২৭ মিলিমিটার পুরু। প্রত্যেক স্কোয়্যার মিটার ১৭০০ পাউন্ড ওজন বহন করতে পারে। তবুও পর্যটকদের মনে যথেষ্ট আশ্বাস যোগাতে পারছে না কর্তৃপক্ষ। সম্প্রতি কাঁচ ভেঙে যাওয়ার যে রিপোর্ট পাওয়া গিয়েছে তা রীতিমত দুশ্চিন্তায় ফেলেছে ‘স্কাইওয়াকার’। জান গিয়েছে কিছুদিন আগে কোনও এ পর্যটক ওই সেতুর উপর একটি স্টিলের গ্লাস ফেলে দেয়, তাতে কিছুটা ফাটল ধরেছে সেতুর কাঁচে। এক মহিলা পর্যটক প্রথম এই ফাটল দেখতে পান। আর তারপরই আতঙ্ক ছোটাছুটি শুরু করেন পর্যটকরা।

কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, নিরাপত্তাকর্মীরাও দেখতে পেয়েছেন ওই ফাটল। কোনও শক্ত ধারাল জিনিসে এই ফাটক ধরেছে বলে উল্লেখ করা হয়েছে। আরও জানানো হয়েছে, তিনটি স্তরের মধ্যে একটিতে ফাটল ধরেছে। এতে ভয়ের কোনও কারণ নেই। কিন্তু তারপরও পা কাঁপছে পর্যটকদের। সোশ্যাল মিডিয়ায় সেই আতঙ্কের বার্তা ছড়িয়ে পড়েছে। লি ডং নামের ওই মহিলা পর্যটক বলেন, ‘আমি পায়ের নিচে তালিয়ে দেখলাম একটা ফাটল। সবাই চীৎকার করতে সুরু করল। তারপর সামনের লোককে ঠেলে এক দৌড়ে ব্রিজ থেকে পালিয়ে গেলাম’। আরও এক পর্যটকের দাবি, কর্তৃপক্ষ মিথ্যা বলছে। একটা ফাটল নয় পুরোটা এতটাই বিপজ্জনক হয়ে রয়েছে। সুতরাং, এই কাঁচের সেতু ঘিরে পর্যটকদের মধ্যে যে ভাটা পড়তে চলেছে সেই আশঙ্কাই করছে চীন।-কলকাতা ২৪
০৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে