শুক্রবার, ০৪ নভেম্বর, ২০১৬, ০১:৫৯:২৭

দেশ যাচ্ছে রসাতলে, প্রেসিডেন্ট নাচছেন মনের আনন্দে

দেশ যাচ্ছে রসাতলে, প্রেসিডেন্ট নাচছেন মনের আনন্দে

আন্তর্জাতিক ডেস্ক: বর্তমানে ভেনিজুয়েলার অর্থনীতি অবস্থা চরম পর্যায়ে পৌঁছেছে।  গত গ্রীষ্মে দেশাটিতে বিদ্যুৎ বিপর্যয়ে পড়েছিল পুরো দেশ। তবে এবার হুট করেই দ্রব্যমূল্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ায় দিশেহারা দেশটির জনগন। যখন দেশের অর্থনীতির এই বেহাল দশা, ঠিক সে সময়ে দেশটির একটি রেডিওর অনুষ্ঠানে যোগ দিয়ে স্বস্ত্রীক সালসা নাচলেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
এ ঘটনায় প্রেসিডেন্টের বিরুদ্ধে সমালোচনার ঝড় তুলেছে বিরোধীরা।

২০১৩ সালে ক্ষমতায় আসেন মাদুরো। বিশ্ববাজারে তেলের দাম পড়ে যাওয়ায় ল্যাটিন আমেরিকার সর্ববৃহৎ তেল উৎপাদনকারী এই দেশটি মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়ে। মন্দার কারণে দেশটিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম হু হু করে বাড়তে শুরু করে। বিরোধীরা মাদুরোর পদত্যাগ দাবি গণভোটের ডাক দিলেও দেশটির আদালত তা বাতিল করে দেয়। আদালত জানিয়েছে, ভোটার তালিকায় জালিয়াতি হয়েছে। এটি সংশোধনের পরই গণভোট করা যেতে পারে।

মঙ্গলবার মাদুরো একটি রেডিও চ্যানেলে লা হোরা ডি লা সালসা (সালসা আওয়ার) নামে একটি সঙ্গীত, সংস্কৃতি ও রাজনীতি বিষয়ক নতুন অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানটি ধারণ করার সময় মাদুরো তার স্ত্রীকে নিয়ে সালসা নেচেছিলেন। পরে সরকারি কর্মকর্তারা সেই ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে। অনেকে এর প্রশংসা করলেও বিরোধী শিবিরের লোকজন ব্যাপক সমালোচনা করেছেন।
৪ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে