শুক্রবার, ০৪ নভেম্বর, ২০১৬, ০৬:০৩:১৭

তুর্কি বিদ্রোহীদের আশ্রয় দিচ্ছে জার্মান, অভিযোগ এরদোয়ানের

তুর্কি বিদ্রোহীদের আশ্রয় দিচ্ছে জার্মান, অভিযোগ এরদোয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: তুর্কি প্রেসিডেন্ট রিজেপ তায়েপ এরদোয়ান অভযোগ করে বলেছেন, জার্মানি সন্ত্রাসীদের “স্বর্গে” পরিণত হয়েছে আর “ইতিহাস এর বিচার করবে”।

বৃহস্পতিবার এরদোয়ান অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরেই কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিদ্রোহীদের আশ্রয় দিচ্ছে জার্মানি।

তিনদশক ধরে তুরস্কের কুর্দি অধ‌্যুষিত অঞ্চলে স্বায়ত্বশাসনের দাবিতে পিকেকে সশস্ত্র লড়াই চালাচ্ছে আর কট্টর বামপন্থি ডিএইচকেপি-সি তুরস্কে সশস্ত্র হামলা চালিয়ে আসছে।

রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট প্রাসাদে এক অনুষ্ঠানে এরদোয়ান আরো বলেন, “জার্মানির কাছে আমাদের কোনো প্রত‌্যাশ‌া নেই। কিন্তু সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে ইতিহাসে আপনার (জার্মানি) বিচার হবে। জার্মানি সন্ত্রাসীদের গুরুত্বপূর্ণ আশ্রয়স্থলে পরিণত হয়েছে।”
“জার্মানি পিকেকে এবং ডিএইচকেপি-সি গোষ্ঠীগুলোকে দীর্ঘদিন ধরেই সুরক্ষা দিয়ে আসছে, গুলেনপন্থি সন্ত্রাসী সংগঠনেরও আশ্রয়স্থলে পরিণত হয়েছে। আমাদের উদ্বেগের কারণ এটাই।”

তুরস্কে জুলাইয়ে ব্যর্থ সামরিক অভ্যুত্থান প্রচেষ্টার জন্য যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা-নির্বাসনে থাকা তুর্কি ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনকে দায়ী করে আসছেন এরদোয়ান।

গুলেনকে বিচারের মুখোমুখি করার জন‌্য তুরস্কে ফেরৎ পাঠানোর জন‌্য যুক্তরাষ্ট্রের কাছে দাবি জানালেও বিশ্বাসযোগ‌্য প্রমাণ ছাড়া এ ব‌্যাপারে কোনো উদ‌্যোগ নেওয়া হবে না বলে যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে।

তবে গুলেনের হিজমেত আন্দোলন এই অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে তাদের কোনো ধরনের সংস্রবের কথা বার বারই অস্বীকার করেছে।
৪ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে