আন্তর্জাতিক ডেস্ক: আগেই আশঙ্কা ছিল। এবার সত্যি হয়ে গেল। রিলায়েন্স জিও-র মালিক মুকেশ অম্বানীকে নোটিশ পাঠালো কেন্দ্রীয় সরকার।
রিলায়েন্স জিও তথা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিক মুকেশ অম্বানীকে ১.২ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৮ হাজার কোটি টাকা জরিমানা করা হল। অনুমতি ছাড়া বাণিজ্যিক কারণে অয়েল আ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের গ্যাস ব্যবহারের জন্য এই জরিমানা করা হয়েছে।
কৃষ্ণা গোদাবরী অববাহিকায় ওএনজিসি-র ব্লকের পাশেই রয়েছে রিলায়েন্সের ব্লক। অভিযোগ উঠেছে, রাষ্ট্রায়ত্ত সংস্থা ওএনজিসির ব্লক থেকে গ্যাস নিয়েছে রিলায়েন্স। গত সপ্তাহেই এ নিয়ে কেন্দ্রীয় তেলমন্ত্রকে চিঠি পাঠিয়েছে ওএনজিসি। তাতে বলা হয়েছে, গত সাত বছর ধরে এই বেআইনি কাজ করে আসছে রিলায়েন্স।
তেলমন্ত্রক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে ইতিমধ্যেই জরিমানার চিঠি পাঠিয়েছে। গত ৩০ অগস্ট বিচারপতি এ পি সাহ-র নেতৃত্বে গঠিত কমিটি তেলমন্ত্রককে একটি চিঠি দিয়ে জানায় ১ এপ্রিল ২০০৯ থেকে ৩১ মার্চ ২০১৫-এর মধ্যে ১১.১২২ কিউবিক মিটার গ্যাস অবৈধভাবে রিলায়েন্স নিয়েছে বলে অভিযোগ। তবে তদন্ত কমিটি জানিয়েছে রিলায়েন্স ওই জরিমানার টাকা কেন্দ্রীয় সরকারকে দেবে, ওএনজিসিকে নয়।-এবেলা
৪ নভেম্বর, ২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/এইচএস/কেএস