আন্তর্জাতিক ডেস্ক: দিন দুয়েক আগেই লাদাখ সীমান্ত থেকে চিন সেনাকে ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনা। আর তার ৪৮ ঘণ্টার মধ্যেই শুক্রবার সকালে মুখোমুখি হলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও চিনের নিরাপত্তা উপদেষ্টা ইয়াং জিচি। আর একাধিক ইস্যু নিয়ে কথা হয়েছে তাঁদের মধ্যে। উঠে এসেছে ভারতের এনএসজি অন্তর্ভুক্তি, মাসুদ আজহারের মত বিষয়।
গত বুধবার লাদাখের ডেমচকের কাছে ভারতের একটি খননকার্যে বাধা দিতে এগিয়ে আসে প্রায় ৪০ জন চিনা সৈন্য। কিন্তু, ভারতীয় সেনাবাহিনী তাদের সেখান থেকে সরিয়ে দেয়। এদিন দোভাল ও ইয়াং-এর বৈঠকে উঠে আসে চিন সীমান্ত সংক্রান্ত ইস্যুও।
উল্লেখ্য, ভারতের এনএসজি অন্তর্ভুক্তি নিয়ে বারবার বাধা দিচ্ছে চিন। এছাড়া মাসুদ আজহারের উপর নিষেধাজ্ঞা জারি করতে ভারত রাষ্ট্রসংঘকে যে আবেদন জানিয়েছে তাতেও বাধ সেধেছে এই চিন। এমত অবস্থায় সম্পর্কের আরও অবনতি হয়েছে দুই দেশের। তার উপরে চিন-পাকিস্তান ইকনমিক করিডর তো আছেই। এর ফলে প্রভাব পড়েছে দুই দেশের বাণিজ্যেও। ইতোমধ্যেই চিনা জিনিস বর্জন করার রব উঠেছে দেশ জুড়ে।-কলকাতা২৪
৪ নভেম্বর, ২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/এইচএস/কেএস