আন্তর্জাতিক ডেস্ক: ইরাকি সেনার চক্রব্যূহ ভেদ করে মসুল ছেড়ে পালিয়েছেন আইএসের প্রধান আবু বকর আল বাগদাদি। ব্রিটিশ পররাষ্ট্র সচিব বরিস জনসন শুক্রবার এমনটাই জানিয়েছেন।
এই মসুল ক’দিন আগে অবধি ছিল আইএসের শক্তঘাঁটি। ইরাকি সেনা মসুলকে দখলমুক্ত করার পরেই আইএসের স্বঘোষিত খলিফা বাগদাদির খোঁজে অভিযানে নামে। দিন দুয়েক আগে ইরাকি সেনা দাবি করে, তারা বাগদাদিকে চারদিক থেকে ঘিরে ফিলেছে। মসুল থেকে পালাতে পারেননি আইএস প্রধান। আত্মগোপন করে রয়েছেন।
ইরাকি সেনার এই দাবি নস্যাত্ করে পশ্চিমি গোয়েন্দা সূত্রের উল্লেখ করে ব্রিটিশ পররাষ্ট্র সচিব এদিন জানান, বাগদাদি মসুলে নেই। এরই মধ্যে বৃহস্পতিবার বাগদাদির একটি অডিও ছড়িয়ে পড়ে। সেই অডিওতে দীর্ঘ নীরবতা ভেঙে আইএস জিহাদিদের উদ্দেশে মসুলে লড়াই জারি রাখতে বলেন বাগদাদি।-এই সময়
০৫ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ