আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে মুক্তি মিলছে ‘আফগান গার্ল’ নামে খ্যাত শরবত গুলার। পাকিস্তানের আদালত গতকাল শুক্রবার তাঁকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন। শরবত গুলার আইনজীবী জানান, সম্ভবত সোমবার তাঁকে দেশে ফেরত পাঠানো হবে। দেশে ফিরে প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে দেখা হবে তাঁর।
ন্যাশনাল জিওগ্রাফিক সাময়িকীর প্রচ্ছদে ১৯৮৫ সালে ছবি প্রকাশের পর জগত্জুড়ে খ্যাতি পাওয়া সবুজ চোখের শরবত গুলাকে নকল কাগজপত্র নিয়ে পাকিস্তানে বসবাসের দায়ে সপ্তাহ দেড়েক আগে গ্রেপ্তার করা হয়েছিল। এ অভিযোগে তাঁকে ১৫ দিন কারাদণ্ড দেওয়া হয়েছিল।
তাঁর মুক্তির খবরে সন্তোষ প্রকাশ করে পাকিস্তানে আফগানিস্তানের রাষ্ট্রদূত ড. ওমর জাখিলওয়াল বলেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি গত কয়েক সপ্তাহ শরবত গুলার ওপর দিয়ে যে ঝামেলা গেছে তা থেকে এখন তিনি মুক্ত। দ্রুত তিনি তাঁর শরণার্থী জীবন থেকে মুক্তি পাবেন। সম্ভবত আগামী সোমবার তিনি দেশে ফিরে যাবেন। সেখানে তিনি ভালোবাসার প্রতীক ও জাতীয় ব্যক্তিত্ব হিসেবে বাস করবেন।’
শরবত গুলা বর্তমানে হাসপাতালে রয়েছেন। সেখানে তাঁর হেপাটাইটিস ‘সি’ ভাইরাসের চিকিত্সা চলছে। আইন বিশেষজ্ঞরা জানান, তাঁর শাস্তির বিষয়টি সহনশীলভাবে দেখা হয়েছে, নতুবা তাঁর কয়েক বছরের জেল হতে পারত।-বিবিসি
০৫ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ