শনিবার, ০৫ নভেম্বর, ২০১৬, ০২:১০:২৮

সাময়িক ভাবে রাষ্ট্রদূত ফিরিয়ে আনতে পারে ভারত-পাকিস্তান

সাময়িক ভাবে রাষ্ট্রদূত ফিরিয়ে আনতে পারে ভারত-পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: ভারত-পাক সম্পর্কে তিক্ততার জের, এবার প্রতিবেশী দুই রাষ্ট্রই নিজেদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিতে পারে। পাশাপাশি ভারত ও পাকিস্তান নিজেদের দূতাবাসে কর্মীসংখ্যাও অনেকটাই কমাতে পারে বলে সূত্রের খবর। বর্তমানের উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নতুন করে রাষ্ট্রদূত পাঠানো হবে বলে জানা গিয়েছে। এই সময়ের এক প্রতিবেদনে জানা যায় এই খবর।

গত সপ্তাহে চরবৃত্তির দায়ে দিল্লিতে গ্রেপ্তার হয় পাক দূতাবাসের এক কর্মী। কূটনৈতিক রক্ষাকবচের জেরে মেহমুদ আখতার নামে ওই কর্মীকে পরে ছেড়ে দেওয়া হলেও তাকে ভারত থেকে বের করে দেওয়া হয়। পাক দূতাবাসের আরও কয়েকজন কর্মীর ওপর একই অভিযোগে নজরদারি চালানো হচ্ছে বলেও জানানো হয়।

এরপর পাল্টা চালে পাকিস্তানে নিযুক্ত ভারতীয় হাই কমিশনের আট অফিসার র ও আইবি-র এজেন্ট বলে অভিযোগ করে পাক প্রশাসন। বাধ্য হয়ে ওই আট আধিকারিককে দেশে ফিরিয়ে আনে নয়াদিল্লি।

এরপরই দুই দেশে ভারত ও পাকিস্তানে নিযুক্ত নিজেদের হাই কমিশনারকে ফিরিয়ে আনতে পারে বলে খবর। দুই দেশেই দূতাবাসের বেশ কয়েকজন কর্মীই যে চরবৃত্তির সঙ্গে সম্পর্কযুক্ত তা দুই দেশই জানে বলে এক পাক আধিকারিকের দাবি।

০৫ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে