শনিবার, ০৫ নভেম্বর, ২০১৬, ০৪:৩৩:৫৬

অমিতাভকে ‘‌বুড়ো’‌ বলেছিলেন হিলারি

অমিতাভকে ‘‌বুড়ো’‌ বলেছিলেন হিলারি

বিনোদন ডেস্ক: অমিতাভ বচ্চনের খোঁজ নিয়েছিলেন হিলারি ক্লিন্টন। ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টনের ই-‌ মেল ফাঁস নিয়ে তোলপাড় মার্কিন মুলুক। সেখানেই একটি মেল–এ চোখ আটকে গিয়েছ। ওয়াশিংটন পোস্টের রাজনৈতিক প্রতিবেদক জোশ ডেলরিয়াল টুইটারে একটি ছবি পোস্ট করেছেন।

যাতে দেখা যাচ্ছে হিলারি তাঁর পাকিস্তানি সহায়ক হুমা আবেদিনকে জিজ্ঞাসা করছেন, ‘‌সেই বিখ্যাত বুড়ো ভারতীয় অভিনেতার নাম কী, যাঁর সঙ্গে আমরা কয়েক বছর আগে দেখা করেছিলাম?‌’‌ উত্তরে হুমা জানিয়েছিলেন—অমিতাভ বচ্চন। ২০১১ সালের জুলাই মাসে কোন প্রেক্ষিতে অমিতাভকে নিয়ে প্রশ্ন করেছিলেন হিলারি তা এখনও পরিষ্কার নয়।-আজকাল

০৫ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে