শনিবার, ০৫ নভেম্বর, ২০১৬, ১১:৩১:১৪

গানের তালে তালে আইএস হত্যা!

গানের তালে তালে আইএস হত্যা!

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে আইএস-এর বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিয়েছেন কুর্দিশ নারী যোদ্ধারাও। তাদের ট্রেনিং দিচ্ছে মার্কিন বাহিনী। প্রায় ২০০ কুর্দিশ নারী যোদ্ধা লড়াই চালাচ্ছেন আইএসের বিরুদ্ধে। এ লড়াইয়ে এক কুর্দিশ নারীর মৃত্যু হয়েছে। তারপরও মনোবল ভাঙেনি তাদের। প্রচণ্ড লড়াইয়ে আইএসকে কাবু করছেন আর পাশাপাশি লাউডস্পিকারে গান বাজাচ্ছেন তারা।  

২১ বছরের নারী যোদ্ধা মানি বলেন, ওদের বিরক্ত করে হামলা চালাই আমরা। লাউডস্পিকারে গান বাজিয়ে প্রথমে বিরক্ত করি। তারপর মেশিনগানে গুলি চালাতে থাকি।

আইএসের বিধানে গান শোনা নিষিদ্ধ। আরেক কুর্দিশ তরুণী জানান, ওরা নারীদের ভয় পায়।

এদিকে, আরও কোণঠাসা হয়ে পড়েছে আইএস-এর অস্তিত্ব। একের পর এক ঘাঁটি হাতছাড়া হওয়ার পর পালাতে শুরু করেছে তারা। ইরাকের মসুলে প্রায় ৪০০০ জঙ্গি রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের কোণঠাসা করতে মসুল শহরকে চারদিক থেকে ঘিরে ফেলেছে প্রায় ৫০ হাজার ইরাকি সৈন্য।
০৫ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে