শনিবার, ০৫ নভেম্বর, ২০১৬, ০১:৪৮:১২

গত কয়েক বছরে এমন ভয়াবহ বায়ু দূষণ হয়নি, ভয়ে ১৮শ স্কুল বন্ধ

গত কয়েক বছরে এমন ভয়াবহ বায়ু দূষণ হয়নি, ভয়ে ১৮শ স্কুল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক: বায়ু দূষণের ফলে দিল্লির অবস্থা খুব খারাপ। দীপাবলির বাজির ধোয়ায় আর্দ্রতা ও হাওয়ার পরে এমনটি হচ্ছে বলে মনে করেন অনেককে।

তবে গত কয়েক বছরে যে দেখেনি দিল্লিবাসী তা এবার দেখল। গত কয়েক বছরে এমন ভয়াবহ দূষণ দেখেনি ভারতীয় মানুষ। যার ফলে আজ শনিবার ১ হাজার ৮শ’ প্রাইমারি স্কুল বন্ধ রাখা হয়েছে।

দিল্লির রাস্তায় গাড়ি চলাচলে জোড়-বিজোড় নীতি চালু হওয়ার পর বাতাসে ভাসমান ক্ষতিকর ধূলিকণার পরিমান ক্রমিক বেড়ে চলছে। কারণ এবার দীপাবলির উৎসবে আতশবাজি পোড়ানোর রেকর্ডের মাত্রা ছাড়িয়েছে।

এক প্রতিবেদেন উঠে এসেছে, এবার দিল্লিতে ধুলিকণার মাত্রা প্রতি কিউবেক মিটারে ৯৯৯ মাইক্রোগ্রাম পর্যন্ত পৌঁছেছে, যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এমন পরিস্থিতিতে শহরের ১ হাজার ৮শ’ স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লির শিক্ষা বোর্ড।

এদিকে, দিল্লির স্থানীয় সরকার গত সপ্তাহে এক ঘোষণায় জানিয়েছিল, দূষণের মাত্রা কমানোর জন্য তারা বাতাস বিশুদ্ধ করার ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু চারপাশের পরিবেশ দেখে মনে হচ্ছে না যে দূষণের মাত্রা কমানোর জন্য কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে।
০৫ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে