আন্তর্জাতিক ডেস্ক : প্রতিরক্ষা ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে যাচ্ছে ভারত। ১২ টি ‘ইউ এস-টু আই অ্যাম্ফিবিয়াস এয়ারক্রাফ্ট’ কিনতে জাপানের সঙ্গে ১০ হাজার কোটি টাকার চুক্তি হবে। ১২টি বিমানের মধ্যে ৬ টি দেওয়া হবে নৌসেনাকে। বাকি ছ’টি হাতে পাবে উপকূলরক্ষীবাহিনী।
এক একটি বিমানে চারটি বড়মাপের টার্বো চালকযন্ত্র রয়েছে। জল সীমান্তে নজরদারি বাড়াতে এবং উদ্ধারকাজেই মূলত ব্যবহৃত হবে সেগুলি। তবে যুদ্ধ পরিস্থিতিতে প্রায় ৩০ জন সেনাকে যে কোনও জায়গায় পৌঁছে দিতে সক্ষম সেগুলি। আগামী ১১ নভেম্বর জাপান সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই চুক্তিটি স্বাক্ষরিত হবে।
প্রতিরক্ষা চুক্তি ছাড়াও জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে একাধিক বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি সাক্ষর করবেন মোদি। এমনিতে ভারতের হাতে উদ্ধারকার্য এবং নজরদারি চালানোর মত যথেষ্ট সংখ্যক বিমান রয়েছে। কিন্তু দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্য রুখতেই জাপানের সঙ্গে হাত মেলাচ্ছে ভারত। আজকাল
০৫ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি