আন্তর্জাতিক ডেস্ক: হিলারি ক্লিন্টনের সমর্থনে এবার শ্রীলঙ্কা তামিল সম্প্রদায়। ৮ নভেম্বরের ভোটে জিতে যাতে আমেরিকার প্রেসিডেন্টের কুর্সিতে হিলারির অভিষেক হয় এই প্রার্থনায় ফাটানো হবে ১ হাজার ৮টি নারকেল এবং তাঁর সাফল্য কামনায় জ্বালানো হবে হাজার বাতি। তাঁদের দাবি হিলারির জয়ে লাভবান হবে সংখ্যালঘু সম্প্রদায়। এমনটাই জানিয়েছেন তামিল ন্যাশনাল অ্যালায়েন্সের সদস্য এম কে শিবাজিলিঙ্গম।
নারকেল ফাটানোর এই অনুষ্ঠানটি হবে জাফনার নাল্লুরে ঐতিহাসিক কান্দসামি কোভিল-এ। অন্যদিকে ১০০৮টি মোমবাতি জ্বালানো হবে জাফনা ক্যাথিড্রালে।
শ্রীলঙ্কায় তামিল সম্প্রদায়ের ভবিষ্যত্ সুরক্ষিত করতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ওবামা প্রশাসন। তাই তাঁদের আশা হিলারির জিতে মসনদে বসলে আদতে তাঁদের লাভের পাল্লাই ভারী হবে।-এই সময়
৫ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস