আন্তর্জাতিক ডেস্ক : ভারত-পাকিস্তান সীমান্ত লাগোয়া এলাকায় প্রায় প্রতিদিনই চলছে গোলাগুলি। অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে গোলাবর্ষণ করে চলেছে দুই দেশের সেনা। সেনাসহ মৃত্যু হয়েছে নিরীহ গ্রামবাসীর। তবে পাক-ভারত সীমান্তে চলতে থাকা এই অস্থিরতাও তাদের মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। বিয়ে করেছেন ভারতের মাইজ আমির ও পাকিস্তানের ফাতেমা গাড়িবালা।
মুম্বাইয়ের বাসিন্দা বছর ত্রিশের মইজ আমিরের সঙ্গে ফাতেমার পরিচয় হয় চলতি বছরের জানুয়ারি মাসে। মুম্বাইয়ের একটি ওয়েব পোর্টালে কাজ করেন আমির। পরিচয়ের পর সোশাল সাইট ও ফোনে চলতে থাকা কথা। একে অপরকে ভালোবেসে ফেলেন মাইজ ও ফাতিমা। যা গড়ায় বিয়ে পর্যন্ত।
আমির বলেন, ভারত-পাকিস্তান ভাগ হওয়ার সময় তাদের কিছু আত্মীয় করাচিতে চলে যান। সেই সূত্রেই করাচির সঙ্গে যোগাযোগ। এদিকে আমিরের পরিবার তার বিয়ে দেওয়ার জন্য পাত্রী খুঁজছিল। উল্টোদিকে ফাতেমারও একই অবস্থা। করাচিতে থাকা আমিরের আত্মীয়র মাধ্যমে দুটি পরিবারের মধ্যে কথা হয়। বিয়ের জন্য রাজি হয় আমির ও ফাতেমার পরিবার। পরিবারের সম্মতি পাওয়ার পর সোশাল মিডিয়ায় কথাবার্তা শুরু হয় তাদের।
বিয়ের কথা পাকাপাকি হওয়ার পর ফাতেমাদের ভারতে আসার প্রক্রিয়া শুরু হয়। ফাতেমা, তার মা ও ভাইয়ের ভারতে আসার জন্য ভিসার আবেদন করা হয় পাকিস্তানের ভারতীয় দূতাবাসে। ভিসা পেয়েও যান তারা। চলতি সপ্তাহের প্রথমের দিকে ভারতে পৌঁছান ফাতেমা ও তার পরিবার। গতকাল মুম্বাইয়ে ধুমধামে বিয়ে হয় তাদের। এবার করাচি যাওয়ার পালা আমিরের পরিবারের। তারজন্য দিল্লিতে পাকিস্তানি দূতাবাসে যোগাযোগ করবেন আমির।
ভিসা নিয়ে মাইজ আমিরের বক্তব্য, “আমার বিশ্বাস করাচি যাওয়ার জন্য পাকিস্তানি দূতাবাসের কর্মীরা আমাদের সাহায্য করবেন। বিয়ে করে আমরা দু’দেশের সরকারকে এই বার্তা দিতে চাই, গোলাগুলি বন্ধ করে আলোচনায় বসুক তারা। কারণ দু’দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য ভালোবাসার ভাষা খুব কার্যকরী। এই ভালোবাসাই একমাত্র দুটি দেশকে বিশ্বের সেরা স্থান করে তুলতে পারে।” ইনাডু ইন্ডিয়া
০৫ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি