আন্তর্জাতিক ডেস্ক : ৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। কে হচ্ছেন প্রেসিডেন্ট, কে হচ্ছেন সেই বিশ্বের ক্ষমতাধর ব্যক্তি? এই জল্পনা নিয়ে যখন সারা বিশ্ব অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তখন এক চীনা বানর ট্রাম্পকে জয়ী ঘোষনা করলো।
ডোনাল্ড ট্রাম্পের ভাগ্য ভালই বলতে হবে। নির্বাচনের আগে তাকে বিজয়ী ঘোষণা করেছে চীনের এক জ্যোতিষী বানর। জ্যোতিষী বানরের ভবিষ্যদ্বাণী মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।
‘জ্যোতিষরাজ’খ্যাত বানরটির নাম ‘গেতা’। চীনা এই শব্দের অর্থ ‘গিঁট’ বা ‘গেরো’। হিলারি ও ট্রাম্পের বিশাল দুটি ছবির পাশে দুটি কলা রেখে বেছে নিতে বলা হয় বানরটিকে। হলুদ শার্ট পরা গেতা ট্রাম্পের ছবির পাশের কলাটাই শুধু বেছে নেয়নি, তার ছবিতে চুমুও খেয়েছে। ওয়াশিংটন পোস্ট
০৫ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি