আন্তর্জাতিক ডেস্ক : ফের ভারতের প্রধানমন্ত্রীকে কড়া চিঠি লিখলেন মমতা ব্যানার্জি। বিষয় একশো দিনের কাজ। সম্প্রতি কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, একশো দিনের কাজের টাকা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রনালয়ের পক্ষ থেকে সরাসরি শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েই চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
তার দাবি, রাজ্যকে এড়িয়ে এভাবে কেন্দ্র টাকা পাঠালে তা হবে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। এই রাজ্যে ৬৫ লাখ মানুষ একশো দিনের কাজের সঙ্গে যুক্ত। জব কার্ড রয়েছে ১ কোটি ২৩ লাখ শ্রমিকের। অনেক সময় কেন্দ্রের টাকা না এলে রাজ্য সরকারের তহবিল থেকেই তা দিয়ে রাখতে হয়। কেন্দ্রের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ভারতের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আজকাল
০৬ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি