রবিবার, ০৬ নভেম্বর, ২০১৬, ০৮:৩৮:২৫

যুদ্ধে না গিয়েই বড়সড় ফাটল মার্কিন রণতরীতে

যুদ্ধে না গিয়েই বড়সড় ফাটল মার্কিন রণতরীতে

আন্তর্জাতিক ডেস্ক: পানামা খাল পার হওয়ার সময় আমেরিকার অত্যাধুনিক যুদ্ধজাহাজ ইউএসএস মন্টগোমারিতে ১৮ ইঞ্চি ফাটল সৃষ্টি হয়েছে। আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগরে যাওয়ার পথে পানামা খালের দেওয়ালে ধাক্কা খেয়ে এই ফাটল সৃষ্টি হয়। বিনা যুদ্ধেই ৩৬ কোটি ডলার ব্যয়ে নির্মিত মন্টগোমারির খোলে এই ফাটল দেখা দিয়েছে। যার ফলে ফাটল দিয়ে হু হু করে জল ঢুকছে রণতরীতে। গত মাসের ২৯ তারিখে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।

জানা গিয়েছে, ঘটনার সময় জাহাজটি  ক্যালিফোর্নিয়ার সান দিয়াগোতে নিজ বন্দরের দিকে যাচ্ছিল। জাহাজটির জলরেখা অর্থাৎ যে অংশ জলের নীচে থাকে তার ঠিক উপরেই এই ফাটল দেখা দেয়। অবশ্য মার্কিন তৃতীয় নৌবহরের কমান্ডার দাবি করেছেন, এতে জাহাজে জল ঢোকার বা এর স্থিতিশীলতা বিনষ্ট হওয়ার কোনও আশংকা দেখা দেয়নি। আগামী মাসে জাহাজটি সান দিয়াগোতে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।

গত সেপ্টেম্বরে জলে নামানোর পর এখনও পর্যন্ত তিন দফা মারাত্মক দুর্ঘটনায় পড়ল এই রণতরী। গত মাসের ৪ তারিখে টাগবোটের সঙ্গে ধাক্কা খেয়ে এই জাহাজের ক্ষতি হয়েছিল। সে সময় এগিয়ে আসা সামুদ্রিক ঝড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নিরাপদ একটি বন্দরে যাওয়ার প্রস্তুতি নিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এ ছাড়া, জাহাজটিকে জলে নামানোর মাত্র তিন দিনের মাথায় দু’দফা ইঞ্জিনে মারাত্মক যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছিল।-কলকাতা২৪
০৬ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে