আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরের অচলাবস্থা নিরসনে নরম মনোভাব দেখালো ভারত সরকার। হুরিয়তের বিচ্ছিন্নতাবাদী নেতা মিরওয়াইজ উমর ফারুকের সঙ্গে জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট প্রধান ইয়ারেস মালিকের বৈঠকে অনুমতি দিল দিল্লি।
রবিবার শ্রীনগরের হাইডারপোরা এলাকায় তারা হুরিয়ত নেতা সৈয়দ আলি গিলানির বাড়িতে বৈঠক করেন। এর আগেও তারা বৈঠকের অনুমতি চেয়েছিলেন। ২ নভেম্বর বিচ্ছিন্নতাবাদী নেতাদের সেই বৈঠকের অনুমতি দেয়নি দিল্লী। ১২১ দিন ধরে জম্মু কাশ্মীরে অচলাবস্থা চলছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না।
এই অবস্থায় বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে সংস্রব রাখা হবে না বলে ভারত সরকার যে অবস্থান নিয়েছিল তাও প্রশ্নের মুখে পড়ে। তাই কিছুটা বাধ্য হয়েই আজকের বৈঠকে অনুমতি দিল ভারত সরকার।
সূত্রের খবর, পরিস্থিতি কীভাবে স্বাভাবিক করা যায় তাই নিয়ে তিন নেতার আলোচনা হয়েছে। স্বাভাবিক জনজীবন অচল করার পথ থেকে সড়ে এসে নতুন কোনও আন্দোলনের পথ বার করা যায় কীনা তাই দেখা হচ্ছে। আজকাল
০৬ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি