আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট নির্বাচনের দিন আমেরিকার ভোটারদের ধরে ধরে মেরে ফেলার ডাক দিল ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। পাশাপাশি মুসলিম ভোটারদের ভোট বয়কট করার জন্যও তারা আহ্বান জানিয়েছে।
আমেরিকার গোয়েন্দাবাহিনী SITE-এর অধিকর্তা রিত্জ কাটজ টুইটারে জানিয়েছেন, ইসলামিক স্টেটের আল হায়াত মিডিয়া সেন্টারে প্রকাশিত একটি প্রতিবেদনে হুমকি দেওয়া হয়েছে, 'জঙ্গিরা আপনাদের হত্যা করবে আর ধ্বংস করে দেবে ব্যালট বক্স।' 'দ্য মুরতাদ ভোট' নামে ৭ পাতার একটি ইস্তাহারে এই হুমকি দেয়েছে আইএস।
ওই ইস্তাহারে আমেরিকার মুসলিম সম্প্রদায়কে সতর্ক করে দাবি করা হয়েছে, ডেমোক্র্যাট হোক বা রিপাবলিক পার্টি, ইসলাম ও মুসলিমদের জন্য নীতি সবার কাছেই সমান। রিত্জের আশঙ্কা ভোট ভণ্ডুল করে বিশ্বজুড়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টায় আক্রমণ হানবে ইসলামিক স্টেটের জঙ্গিরা।
FBI-এর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আমেরিকায় আইএসের আক্রমণ প্রতিহত করতে সন্ত্রাসদমন শাখা প্রতিনিয়ত নজরদারি চালাচ্ছে। ইন্ডিয়া টাইমস
০৬ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি