আন্তর্জাতিক ডেস্ক : সামরিক খাতে ক্রমশ খরচ বাড়াচ্ছে ভারত। একের পর এক অস্ত্র আসছে ভাণ্ডারে। এক রিপোর্টে বলা হয়েছে, এই সামরিক খরচে নাকি ব্রিটেনকেও ছাপিয়ে যেতে পারে ভারত। আর পাকিস্তান? ধারে-কাছেও নেই।
২০০০ সাল থেকে ভারতের আর্থিক বৃদ্ধি হয়েছে ৭ শতাংশ করে। আর একই হারে বেড়েছে মিলিটারি বাজেটও। অন্যদিকে, পাকিস্তানের আর্থিক বৃদ্ধি অনেক কম। আর ভারত ও আফগান সীমান্ত সামলাতে গিয়েই দম বেরিয়ে যাচ্ছে পাকিস্তানের।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউটের এক রিপোর্টে দেখা গিয়েছে, ২০১৫ সালে ফ্রান্সের মিলিটারি বাজেটও ছাড়িয়ে গিয়েছে ভারত। এবার ব্রিটেনকেও ছাড়িয়ে যেতে পারে। ব্রিটেনের আগে আছে আমেরিকা, চীন, সৌদি আরব ও রাশিয়া।
রিপোর্টে বলা হয়েছে, যেখানে পাকিস্তান ১২.৩ বিলিয়ন ডলার খরচ করে দেখাবে ভারতের সামরিক খাতে খরচ ৬৭ বিলিয়ন ডলার। এই বাজেটের জন্যই এত বিপুল পরিমাণ অস্ত্র কিনতে পারছে ভারত। কাজে লাগানো হচ্ছে মেক ইন ইন্ডিয়া উদ্যোগেও। কেনা হচ্ছে ২০০টি ফাইটার জেট। বাড়ানো হতে পারে আরও ৩০০টি।
ভারতে F-16 তৈরি করতে চলেছে লকহিড-মার্টিন। গ্রিপেন এয়ারক্রাফট তৈরি করবে সুইডেনের সাব। রাশিয়া থেকে নিউক্লিয়ার সাবমেরিন লিজ নিচ্ছে ভারত। সব মিলিয়ে ভারতের অস্ত্রভাণ্ডার দ্রুত সাজাতে চলেছেন নরেন্দ্র মোদি। কলকাতা ২৪x৭
০৭ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি