সোমবার, ০৭ নভেম্বর, ২০১৬, ০৯:২৫:০৫

মার্কিন মুলুকে প্রেসিডেন্ট নির্বাচনের বাকি মাত্র ৪৮ ঘন্টা, জনমত সমীক্ষায় ফের বাজিমাৎ হিলারি ক্লিন্টনের

মার্কিন মুলুকে প্রেসিডেন্ট নির্বাচনের বাকি মাত্র ৪৮ ঘন্টা, জনমত সমীক্ষায় ফের বাজিমাৎ হিলারি ক্লিন্টনের

আন্তর্জাতিক ডেস্ক: নির্বাচনের বাকি মাত্র ৪৮ ঘণ্টা। তার আগে যৌথ জনমত সমীক্ষায় ফের বাজিমাৎ ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনের। ওয়াল স্ট্রিট জার্নাল ও এনবিসি নিউজের যৌথ সমীক্ষায় রিপাবলিক্যান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৪ শতাংশ বেশি ভোট পেয়ে এগিয়ে গিয়েছেন হিলারি।

সমীক্ষায় প্রাক্তন মার্কিন বিদেশ সচিবের ঝুলিতে মোট ভোটের ৪৪ শতাংশ এসেছে। সেখানে ৪০ শতাংশ রয়েছে ট্রাম্পের পকেটে। ফলে ৮ নভেম্বর আমেরিকাবাসী চূড়ান্ত রায় দেওয়ার আগে ডেমোক্র্যাট শিবিরে উল্লাসের ছবি। নির্বাচনী প্রচারের মাঝে ইমেল কেলেঙ্কারি নিয়ে বিড়ম্বনায় পড়েন হিলারি। মাঝে একবার যৌথ জনমত সমীক্ষায় হিলারিকে পিছনে ফেলে দিয়েছিলেন মার্কিন ধনকুবের। কিন্তু, জনমত সমীক্ষার শেষ ল্যাপে হাসি ফিরল হিলারি ক্লিন্টনের মুখেই।-এবিপি আনন্দ
০৭ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে