আন্তর্জাতিক ডেস্ক : সীমান্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তানি রেঞ্জার্স বারবার জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনা এবং তার সাধারণ নাগরিকদের নিশানা করছে বলে অভিযোগ তুলেছে ভারত। দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এতে যে লাভ নেই তা ফের ১ ‘জঙ্গি’কে গুলি করে মারে বোঝাল ভারতীয় সেনাবাহিনী।
এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানকে ফের একবার জবাব দিল ভারত। বুঝিয়ে দিল সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তান যেভাবে ভারতীয় ভূ-খণ্ডে জঙ্গিদের ঢোকাতে চাইছে তাকে যে কোনও মূল্যে প্রতিহত করতে তৈরি ভারতীয় জওয়ানরা। কারণ, রবিবার রাতে সোপিয়ানে ঢুকে পড়া জঙ্গিদের মধ্যে এক জঙ্গিকে প্রায় শিকার ধরার মতো তাড়া করে হত্যা করেছে তারা।
এতে আরও বলা হয়েছে, রবিরার রাতে সেনাবাহিনীর গোয়েন্দারা সোর্স মারফত জানতে পারেন সোপিয়ানের ওয়ানগ্রামে জঙ্গিরা ঢুকেছে। এর পরই খোঁজ শুরু হয়। তল্লাশি হচ্ছে বুঝতে পেরে সন্দেহভাজন জঙ্গিরা একটি বাড়িতে ঢুকে পড়ে। এরপর দু’পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই। শেষ পর্যন্ত এক জঙ্গি মারা পড়ে। বাকি জঙ্গিদের কোনও হদিস পাওয়া যায়নি। মনে করা হচ্ছে কোনওভাবে বাকিরা পালিয়ে গিয়েছে। জঙ্গিদের সঙ্গে এই গুলির সংঘর্ষে ২ জওয়ান জখম হন। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে।
শনিবারও সোপিয়ান জেলায় এক জঙ্গিকে গুলি করে হত্যা করেছিল নিরাপত্তা বাহিনী। অন্যদিকে, পুঞ্চ সেক্টরের কৃষ্ণাঘাটিতে নিয়ন্ত্রণ রেখা বরাবর শনিবার রাত থেকে পাক রেঞ্জার্সরা সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে যে গোলাগুলি চালায় তাতে দুই বিএসএফ জওয়ান শহিদ হন।
পাক অধিকৃত কাশ্মীরে ভারত ‘সার্জিক্যাল অ্যাটাক’-এর পর থেকে পাকিস্তান জম্মু-কাশ্মীর সীমান্ত বরাবর অন্তত ৬০ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে। আর পাকিস্তানের চালানো গোলাগুলিতে এখনও পর্যন্ত শহিদ হয়েছেন ৮ জওয়ান। মারা পড়েছেন সাধারণ মানুষও। এর মধ্যে শিশুরাও আছে।
সব মিলিয়ে জম্মু-কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক এখন যথেষ্টই জটিল পরিস্থিতিতে দাঁড়িয়ে। এর মধ্যে উপত্যকায় যেভাবে জঙ্গিরা গত কয়েক মাসে অসংখ্যবার সরাসরি ভারতীয় সেনাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ছে তাতে বিষয়টি যে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে রবিবার তা বুঝিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ এবং সেইসঙ্গে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ‘চোরাগোপ্তা আক্রমণ না করে ক্ষমতা থাকলে চোখে চোখ রেখে যুদ্ধ করুক পাকিস্তান, তাহলে দেখা যাবে আমরাই জয়ী হয়েছি।’ -এবেলা।
০৭ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম