সোমবার, ০৭ নভেম্বর, ২০১৬, ০৫:৪৬:৩৫

প্রবল বিস্ফোরণে কেঁপে উঠলো বর্ধমান

প্রবল বিস্ফোরণে কেঁপে উঠলো বর্ধমান

আন্তর্জাতিক ডেস্ক : সাত সকালে বিস্ফোরণ৷ বিরাট শব্দে চমকে গেলেন স্থানীয় বাসিন্দারা৷ কিছুপরে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে আরও আতঙ্ক ছড়াল৷ ঘটনা পশ্চিমবঙ্গের বর্ধমানের কাটোয়া মহকুমার শ্রীবাটি গ্রামের৷

স্থানীয় একটি ক্লাবে হয়েছে বিস্ফোরণ৷ ভেঙে পড়েছে ক্লাব ঘরের একাংশ৷ সন্দেহ, সেখানে ছিল দুষ্কৃতীদের আস্তানা৷ বিস্ফোরণ স্থল থেকে উদ্ধার করা হয়েছে ৩০টি তাজা বোমা৷

ঘটনাস্থলে পৌঁছেছে কাটোয়া থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে বম্ব স্ক্যোয়াডকে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই ক্লাব চত্বর থেকে আরও বোমা উদ্ধার করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে, স্থানীয়দের অভিযোগ বহুদিন ধরেই অসামাজিক কাজ চলত ওই ক্লাবে। বিস্ফোরণের জেরে পাশের এক বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

৭ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে