আন্তর্জাতিক ডেস্ক : ভারতকে শিক্ষা দিতে জম্মু ও কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি দিলেন পাকিস্তানী উগ্রবাদী সংগঠন জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সাঈদ। রবিবার পাকিস্তানের মিরপুরে এই ঘোষণা করেন সাঈদ। খবর ইন্ডিয়া টাইমসের।
হাফিজ সাঈদ মুম্বাই হামলার প্রধান ষড়যন্ত্রকারী ছিলেন বলে ভারত আগে থেকে জানিয়ে আসছে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মিরপুরের এক সভামঞ্চ থেকে তিনি ঘোষণা করেছেন, জম্মু ও কাশ্মীরে অতর্কিতে হানা দেবে মুজাহিদিন বাহিনী। সেই হামলার তীব্রতা এমন হবে যা ভারত চিরকাল মনে রাখবে বলে তার দাবি।
সাঈদ বলেন, 'মোদির যা করার ছিল করেছে, এবার কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক হানবে মুজাহিদিনরা, যা দীর্ঘ দিন মনে রাখবে ভারত। ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইক সারা বিশ্ব মেনে নেয়নি, কিন্তু মুজাহিদিনদের আক্রমণ তার চেয়ে বহু গুণে তীব্র হবে।' সাঈদের হুমকি শেষ হওয়ার আগেই তার সমর্থকরা 'জিহাদ, জিহাদ' বলে চিত্কার শুরু করে দেয়।
প্রসঙ্গত, কাশ্মীরে ভারতের নৈরাজ্য ছড়ানোর জবাবে পাক সরকারের 'ঠান্ডা' প্রতিক্রিয়ায় গত সপ্তাহে নওয়াজ শরিফ সরকারের নিন্দায় সরব হয়েছিলেন এই জঙ্গি নেতা। তার দাবি, কাশ্মীরবাসীদের পাকিস্তানের প্রত্যক্ষ সমর্থন প্রয়োজন। ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের পরে মোদি সরকারকে হুমকি দিয়ে সাঈদ বলেন, এবার পাক বাহিনীর তরফে সার্জিক্যাল স্ট্রাইকের জন্য ভারতের প্রস্তুত হওয়া দরকার। তবে এই মন্তব্যের জেরে পাক সেনাবাহিনীর তরফে তাকে সতর্ক করে দেওয়া হয়।
৭ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি