মঙ্গলবার, ০৮ নভেম্বর, ২০১৬, ১২:০৪:৫২

নিজের ব্র্যান্ড রক্ষায় বাবার নির্বাচনী প্রচারণা থেকে দূরে ইভানকা ট্রাম্প

নিজের ব্র্যান্ড রক্ষায় বাবার নির্বাচনী প্রচারণা থেকে দূরে ইভানকা ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ইভানকা ট্রাম্প প্রকাশ্যেই তার ব্র্যান্ডের বিরুদ্ধে কোনো বয়কটের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। কিন্তু বক্তিগতভাবে তিনি তার বাবার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা তার ব্যববসার ওপর কী প্রভাব ফেলতে পারে সে ব্যাপারে গভীরভাবে উদ্বিগ্ন।

রবিবার নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ইভানকা ট্রাম্প তার বাবা ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় একটি টিভি বিজ্ঞাপন ব্যবহার করার ব্যাপারে নিরুৎসাহিত করেছেন। ওই বিজ্ঞাপনে ইভানকা ট্রাম্প ভোটারদেরকে তার বাবার প্রতি সমর্থন জ্ঞাপনের আহবান জানান।

বিজ্ঞাপনটি বানানো হয়েছিলে উপশহরীয় এলাকার নারীদের উদ্দেশে। যারা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চলে গিয়েছিলেন।

ইভানকা ট্রাম্প তার বিজ্ঞাপনে বলেন, বিখ্যাত হওয়া সত্ত্বেও সবার পরিচিত না হওয়াটাও সম্ভব। আর এ থেকেই আমার বাবার পরিচিতি মিলবে। আমার বাবা শুধু আমাদের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার জন্য দরকারি শক্তি ও সক্ষমতার অধিকারীই নন। বরং তার দয়া এবং হৃদয়ের মহত্ত্ব তাকে দেশের যে ধরনের নেতা দরকার সে ধরনের নেতা হয়ে ওঠার জন্যও সক্ষম করে তুলবে।

দ্য টাইমস বলেছে, ইভানকা ট্রাম্প তারা বাবার নির্বাচনী প্রচারণাকে ওই বিজ্ঞাপনটি ব্যবহার করতে মানা করেছেন। তার ভয় এতে তার ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে।
গত মাসে গুড মর্নিং আমেরিকায় ইভানকা বলেন, বয়কট সত্ত্বেও অনেক নারী এখনো তার ব্র্যান্ড পছন্দ করেন।

ইভানকা বলেন, “আমেরিকার সৌন্দর্য্য এখানেই যে, আমেরিকার জনগন যা চান তারা তা করতে পারেন।”

তবে তার বাবা ট্রাম্পের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণার ফলে ইভানকার ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।

জুলাই থেকে অক্টোবরে ইভানকার পণ্যের জন্য অনলাইন সার্চ বাড়তে থাকে। শপ রানার থেকে সংগৃহীত তথ্যের উল্লেখ করে ফাস্ট কম্পানি এক প্রতিবেদনে এ কথা বলে।
অক্টোবরের প্রথমদিকে তার পণ্যের জন্য সন্ধানকারীর সংখ্যা এপ্রিলের তুলনায় ৩৩৫% বেশি ছিল।

তবে মধ্য অক্টোবরে বয়কটের ডাক আসার পর থেকে অনলাইনে ইভানকার পণ্যের সন্ধান কমে আসতে থাকে। গত এক সপ্তাহ বা এর আগের দুই সপ্তাহের কিছু তথ্য-উপাত্ত থেকে ইভানকার পণ্যের প্রতি লোকের আগ্রহ কমে এসেছে বলেই প্রমাণিত হয়েছে। তবে এটা কি সাময়িকের জন্য নাকি দীর্ঘমেয়াদেই তা বজায় থাকবে তা এখনও পরিষ্কার বুঝা যাচ্ছে না। -বিজনেস ইনসাইডার।
০৮ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে