মঙ্গলবার, ০৮ নভেম্বর, ২০১৬, ১২:১৬:১৬

মহাকাশে থেকেই মার্কিন নির্বাচনে ভোট দেবেন নভোচারী!

মহাকাশে থেকেই মার্কিন নির্বাচনে ভোট দেবেন নভোচারী!

আন্তর্জাতিক ডেস্ক : গোটা বিশ্বের চোখ এখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। বিশ্ব গণমাধ্যমেও সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে কে হচ্ছেন প্রেসিডেন্ট নির্বাচন। এই বিষয়টি এবার মহাকাশেও পাড়ি জমিয়েছে।

কারণ এ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মহাকাশে থেকেই ভোট দেবেন শেন কিমবার্গ নামের নাসার এক নভোচারী।

গত ১৯ অক্টোবর রাশিয়ান মহাকাশ যানে করে মহাকাশের উদ্দেশ্যে রওনা দেন কিমবার্গ। তার সঙ্গে মহাকাশ পাড়ি দেন আরো দুই জন রাশিয়ান নভোচারী। পৃথিবীর কক্ষপথে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ভাসমান অবস্থায়ই নিজের ভোট দেবেন শেন কিমবার্গ।

১৯৯৭ সাল থেকেই মার্কিন নভোচারীরা মহাকাশ থেকে প্রেসিডেন্সিয়াল নির্বাচনে তাদের ভোট দিতে পারেন। ডেভিড উল্ফ হলেন প্রথম মার্কিন নভোচারী যিনি মহাকাশ থেকে ভোট দেন।
০৮ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে