মঙ্গলবার, ০৮ নভেম্বর, ২০১৬, ০৯:০০:২০

হঠাৎ হিলারির আতশবাজি উৎসব বাতিল, হারার ইঙ্গিত!

হঠাৎ হিলারির আতশবাজি উৎসব বাতিল, হারার ইঙ্গিত!

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পরপরই নিউ ইয়র্কের হাডসন নদীজুড়ে আতশবাজি উৎসব করার ঘোষণা দিয়েছিল ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটনের শিবির। কিন্তু তারা সেটা বাতিল করে দিয়েছে। কেন হঠাৎ করে তা বাতিল করা হলো তা জানানো হয়নি।

নিউ ইয়র্ক পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান টমি গ্যাতালি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তারা আতশবাজির জন্য অনুমোদন নিয়েছিল। কিন্তু এখন তারা তা বাতিল করেছে। কেন বাতিল করেছে তা জানতে চাইলে তিনি বলেন, 'আমি তা আপনাদের বলবো না।'

মঙ্গলবার সকালে নিউ ইয়র্কে ভোট দিয়েছেন হিলারি ক্লিনটন। এসময় তার সাথে ছিলেন তার স্বামী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

সবশেষ জনমত জরিপে হিলারি ক্লিনটন চার পয়েন্টে এগিয়ে আছেন ট্রাম্পের চাইতে - এমনই দেখা গিয়েছিল। আভাস পাওয়া যাচ্ছিল যে হিলারি ক্লিনটনের পক্ষে যাবে মার্কিনদের রায়। তবে শেষ মুহুর্তে আতশবাজি উৎসব বাতিল করায় নতুন করে জল্পনা শুরু হয়েছে।

৮ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে