মঙ্গলবার, ০৮ নভেম্বর, ২০১৬, ০৯:৫৫:২১

৯৯ বছরের বৃদ্ধার কাছে হার হিলারির রানিং-মেট

৯৯ বছরের বৃদ্ধার কাছে হার হিলারির রানিং-মেট

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম উত্তেজনাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়ে গেছে। ভোট শেষে জানা যাবে কে হচ্ছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির প্রেসিডেন্ট। কার হচ্ছে হোয়াইট হাউজ।

আর সেই ভোট শুরু হওয়ার সাথে সাথেই হেরে বসেছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের রানিং-মেট ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম কেইন।

তবে হিলারির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থীর কাছে নন, বরং হেরেছেন নিজ কেন্দ্রের ৯৯ বছর বয়স্ক বৃদ্ধা মিনেরভা টারপিনের কাছে।

বিষয়টা আরো বিস্তারিত জানায়, ভার্জিনিয়ায় নিজ কেন্দ্রে সবার আগে ভোট দেবেন বলে ঠিক করে রেখেছিলেন বৃদ্ধা টিম কেইন। পরিকল্পনা অনুযায়ী সকাল সকালই ভোটকেন্দ্রে ছুটলেন। কিন্তু পারলেন না ডেমোক্র্যাট ভাইস প্রেসিডেন্ট প্রার্থী। ওই বৃদ্ধার কাছে হেরে দ্বিতীয় হয়েছেন তিনি। কারণ,তার আগেই নিজের ভোটটি দিয়ে শেষ বয়সে এক নম্বর জায়গাটা দখলে রাখলেন মার্কিন ওই জ্যেষ্ঠ নাগরিক।

তবে এই হারে মোটেও অখুশি নন টিম কেইন। অনেকটা মজা করে বলেন, 'আমার যে দুই নম্বরে (রানিং-মেট তথা ভাইস প্রেসিডেন্ট) থাকা প্রয়োজন এ ঘটনা তাই বলছে।'

৮ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে