আন্তর্জাতিক ডেস্ক: নেভাদায় নির্বাচনী কর্তৃপক্ষের বিরুদ্ধে ট্রাম্পের মামলা সফল হয়নি। তিনি সফল হলে, নেভাদায় হাজার হাজার আগাম ভোট বাতিল হতো। ট্রাম্পের মামলায় দাবি করা হয়, বন্ধ হওয়ার নির্ধারিত সময়ের পরও দুই ঘন্টা খোলা ছিল কিছু অগ্রিম ভোটগ্রহণের কেন্দ্র। ফলে অনেক বেশি মানুষ ভোট দিতে পেরেছে।
দ্য ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়, ট্রাম্প সফল হলে কয়েক হাজার ভোট বাতিল হয়ে যেতে পারতো। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘সুইং স্টেট’ বা দোদুল্যমান অঙ্গরাজ্য নেভাদায় হয়তো এ ভোটের কারণেই জয় পরাজয় নির্ধারিত হবে।
তবে ট্রাম্প শিবির মামলা করতে গেলে, এক বিচারক বলেন, এ মামলাটি আমাকে ‘বিরক্ত করছে’। তিনি স্পষ্ট করে বলেন, ট্রাম্প শিবিরের অনুরোধ তিনি রাখবেন না।
প্রসঙ্গত, সন্ধ্যা সাতটায় বন্ধ হওয়ার কথা থাকলেও কিছু ভোটকেন্দ্র বন্ধ হয় ১০টায়। কারণ, অনেক ভোটার তখন লাইনে দাঁড়িয়ে ছিলেন। আর আইনানুযায়ী, কোন ভোটার লাইনে থাকলে, তাকে অবশ্যই ভোট দেওয়ার সুযোগ দিতে হবে।-এমজমিন
০৯ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ