শুক্রবার, ০৯ অক্টোবর, ২০১৫, ০৬:১৩:২৬

সিরিয়ায় আইএসের হামলায় ইরানি জেনারেল নিহত

সিরিয়ায় আইএসের হামলায় ইরানি জেনারেল নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সামরিক বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন হামেদানি নিহত হয়েছেন সিরিয়ার আলেপ্পো শহরের কাছে। ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা হামলা চালিয়ে তাকে হত্যা করেছে। হামেদানি সিরিয়ার সেনাবাহিনীকে সামরিক পরামর্শকের দায়িত্ব নিয়েজিত ছিলেন। আর এই সময় আইএস হামলায় তিনি নিহত হন। ইরানের সেনাবাহিনীর বরাত দিয়ে শুক্রবার আল জাজিরা এই খবর প্রকাশ করেছে।
 
শুক্রবার ইরানের সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশন গার্ডস কোরের (আইআরজিসি) এক বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে আলেপ্পো শহরের কাছে হামেদানিকে হত্যা করেছে আইএস জঙ্গিরা।

আইএস জঙ্গিরা এমন এক সময় ইরানি সেনা কর্মকর্তাকে খুন করলো যখন সিরিয়ায় জঙ্গি দমনে তুমুল হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। সিরিয়ার বাসার আল আসাদ সরকার ও ইরান এরইমধ্যে রাশিয়ার এই আইএস বিরোধী অভিযানকে স্বাগত জানিয়েছে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ঘনিষ্ঠ মিত্র ইরান। এদিকে সিরিয়ায় আইএস জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে হামলা শুরু করেছে রাশিয়া। বুধবার রুশ বিমান বাহিনীর ছোড়া ক্ষেপনাস্ত্র ইরানে পড়েছে বলে অভিযোগ করেছে দেশটি। তবে ইরানের এ অভিযোগকে নাকচ করে দিয়েছে রাশিয়া।
০৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে