আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের মা’রিব প্রদেশে গত দুই দিনে সৌদি নেতৃত্বাধীন জোটের প্রায় ১৬০ জন সেনা নিহত হয়েছেন বলে জানা গিয়েছে৷ সংঘর্ষে আহত হয়েছেন আরও ৩৭৮ জন জন৷ নাম প্রকাশে অনিচ্ছুক ইয়েমেনের এক সেনা কর্তা এই খবর জানিয়েছেন৷
তিনি জানিয়েছেন, ‘রাজধানী সানার ১২০ কিলোমিটার পূর্বে অবস্থিত মারিব প্রদেশের সিরওয়াহ এলাকায় ইয়েমেন বাহিনী সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর ওপর ব্যাপক হামলা চালিয়েছে। ইয়েমেন সামরিক বাহিনীর সহযোগিতায় স্বেচ্ছাসেবী আনসারুল্লাহের সামরিক ঘাঁটির কাছে হামলা চালালে এই সেনাদের মৃত্যু হয় বলে ওই সেনা কর্তার দাবি করেন৷
পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, সৌদি বাহিনী জেবেল হিলান এলাকার পাশাপাশি সিরওয়াহ বাজার এবং কোফেল এলাকায় কয়েক দফা বিমান হামলা চালিয়েছে। এছাড়া, সৌদি বাহিনী সিরওয়াহ এলাকায় কয়েকটি ফসফরাস বোমা নিক্ষেপ করেছে বলেও জানতে পারা গিয়েছে৷ সুত্র : কলকাতা ২৪
০৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/