সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬, ০৯:৫৩:২৬

ট্রাম্পের সাবেক স্ত্রী চেক প্রজাতন্ত্রে‌র রাষ্ট্রদূত!

ট্রাম্পের সাবেক স্ত্রী চেক প্রজাতন্ত্রে‌র রাষ্ট্রদূত!

আন্তর্জাতিক ডেস্ক : সদ্য নির্বাচিত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সাবেক স্ত্রী ইভানা ট্রাম্প। এক সংবাদ মাধ্যমকে দাওয়া সাক্ষাতকারে ইভানা জানান,‘তার সাবেক স্বামী ডোনাল্ড ট্রাম্প তাকে চেক রিপাবলিকের রাষ্ট্রদূত নিয়োগ করবেন’‌।

১৯৯২ সালে ইভানা সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বিবাহ বিচ্ছেদ হয়। তাদের এক কন্যা ও দু পুত্র সন্তান রয়েছে। ইভানার দাবী বিবাহ বিচ্ছেদের পরও তাদের সম্পর্কে তিক্ততা কখনই ছিল না। ৬৭ বছর বয়সী ইভানা টিভির উপস্থাপনার পাশাপাশি তিনটি বইও লিখেছেন। ১৯৪৯ সালে চেকোস্লাভিকিয়াতে ইভানার জন্ম।

তার আরো দাবী চেক রিপাবলিকের রাষ্ট্রদূত হলে কোন অসুবিধা হবে না। কারণ ঐদেশ তার জন্মস্থান। পাশাপাশি তিনি চেক ভাষা জানেন। সব ঠিক হলে অ্যান্ডি স্কাপিরো জায়গায় নতুন রাষ্ট্রদূত হতে চলেছেন ইভানা ট্রাম্প। আজকাল
১৪ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে