আন্তর্জাতিক ডেস্ক: ২২ বছর ভারতীয় সেনাবাহিনীর হয়ে দেশের সেবা করেছেন। কারগিল যুদ্ধেও সাহসিকতার সঙ্গে লড়েছেন। অবসর নিয়েও মাথা উঁচু করে এতদিন বেঁচেছেন গণেশ কুমার শুক্লা। কিন্তু দেশকে ভালোবাসার এই ফল তিনি একদিন পাবেন তা কোনোদিন ভাবেননি।
শুধুমাত্র 'স্যালুট' না করার অপরাধে তাঁকে মারধর করেছে সমাজবাদী পার্টির নেতাকর্মীরা। এই অভিযোগ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের কাছে বিচার চাইলেন সাবেক সেনা সদস্য।
সোশাল মিডিয়ায় গণেশের একটি ভিডিও আপলোড হয়েছে। যাতে সাবেক এই সেনা সদস্য জানিয়েছেন, সেনা থেকে অবসর নিয়ে রিলায়েন্স ডিজিটালে নিরাপত্তারক্ষীর কাজ করেন তিনি। ক'দিন আগে সমাজবাদী পার্টির নেতা সি কে ত্রিপাঠি স্টোরে আসেন। তার গেট খুলতে একটু দেরি হয়। এর জেরে গাড়ি থেকে নেমে ত্রিপাঠি তার ওপর চোটপাট করতে থাকেন। তাকে 'স্যালুট' করার নির্দেশ দেন।
কিন্তু গণেশ কুমারন জানান, তিনি দেশের পতাকা এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়া কাউকে স্যালুট করেন না। তার অভিযোগ, এতেই ক্ষেপে উঠে তাঁকে মারধর করতে থাকেন ত্রিপাঠি ও তার সঙ্গীরা। গণেশ বারবার বলতে থাকেন তিনি ভারতীয় সেনাবাহিনীর সাবেক সেনা সদস্য। এতে মারধরের পরিমাণ আরও বেড়ে যায়। স্থানীয় চৌকিতে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ গণেশের।
এমনকি চৌকি থেকে লোকজন এসেও নাকি তাঁর কাছে কিছু জানতে চাওয়ার বদলে সমাজবাদী পার্টির সদস্যদের সঙ্গে যোগ দেয়। দেশের জন্য এতকাল সেবা করে এই কী তাঁর প্রাপ্য? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের কাছে এই প্রশ্ন রেখেছেন এই প্রাক্তন জওয়ান। এর বিচার না পেলে আত্মহত্যারও হুমকি দিয়েছেন তিনি।-সংবাদ প্রতিদিন
১৫ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/সবুজ/এসএ