আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার একটি মিগ-২৯ যুদ্ধবিমান ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সাগরে থাকা অ্যাডমিরাল কুজনেৎসভ এয়ারক্রাফট ক্যারিয়ারে অবতরণের চেষ্টা করার সময় বিমানটি বিধ্বস্ত হয়।
তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানিয়েছে মন্ত্রণালয়। তারা জানিয়েছে, ধ্বংস হওয়ার আগেই পাইলট নিরাপদে বিমানটি থেকে বের হয়ে যেতে পেরেছিলেন। জেটবিমানটি ক্যারিয়ারের কয়েক কিলোমিটার দূরে পানিতে পড়ে যায়। এরপর একটি উদ্ধারকারী দল পাইলটকে উদ্ধার করে নিয়ে আসে।
পাইলট সুস্থ আছেন এবং আবারও আকাশে যাত্রা করার জন্য তৈরি জানিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যুদ্ধবিমানটি একটি প্রশিক্ষণ মহড়ার সময় ‘কারিগরি ত্রুটি’র শিকার হওয়ায় বিধ্বস্ত হয়েছে।
অ্যাডমিরাল কুজনেৎসভ সিরিয়া উপকূলে মোতায়েন করা রুশ যুদ্ধজাহাজগুলোর একটি। ক্যারিয়ারটি থেকে বিমান পাঠিয়ে সিরিয়ার আলেপ্পো শহরে সাধারণ মানুষের ওপর হামলা চালানো হবে বলে অনেকদিন ধরেই ন্যাটো আশঙ্কা প্রকাশ করে আসছিল।
সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ফক্স নিউজ জানিয়েছে, ভূপাতিত যুদ্ধবিমানটি ছিল ‘মিগ-২৯কে’ মডেলের। ওয়াশিংটন পোস্ট জানায়, গত গ্রীষ্মেই এই মডেলের বেশকিছু বিমান কুজনেৎসভ ক্যারিয়ারে যুক্ত করা হয়। মিগ-২৯-এর উন্নত মডেল এগুলো। নতুন বিমানগুলো তৈরিই করা হয়েছে সমুদ্রে এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে যুদ্ধবিমান পরিচালনার বিভিন্ন জটিলতাকে মাথায় রেখে।
১৫ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম