 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার গভর্নর বাসুকি জাহাজা পুরনামা ওরফে আহোকের বিরুদ্ধে কোরান অবমাননা অভিযোগ উঠেছে। ইন্দোনেশীয় পুলিশ ওই অভিযোগের তদন্ত করছে বলে জানিয়েছে। অভিযোগ প্রমাণিত হলে, তার বিরুদ্ধে ব্লাসফেমি আইন প্রয়োগ করা হবে।
আহোকের বিরুদ্ধে অভিযোগ, গভর্নর নির্বাচনকে সামনে রেখে প্রচারণাকালে তিনি কোরান অবমাননা করেছেন। এই অভিযোগের কথা সামনে আসার পর মুসলিম অধ্যুষিত দেশটিতে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
শুক্রবার এক লাখেরও বেশি মানুষ গভর্নরের অপসারণ ও বিচারের দাবিতে জাকার্তায় বিক্ষোভ করে। এরপরই পুলিশ ব্লাসফেমি আইনে আহোকের বিরুদ্ধে তদন্তের ঘোষণা দেয়।
উল্লেখ্য, আহোক একজন চীনা বংশোদ্ভূত খ্রিস্টান। গত ৫০ বছরে তিনিই জাকার্তার প্রথম অমুসলিম গভর্নর। তবে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ও সংস্কার কার্যক্রমের জন্য তিনি খুবই জনপ্রিয়।
সাবেক গভর্নর জোকো উইডোডো ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হওয়ার পর তার স্থলাভিষিক্ত হন আহোক। এবার তিনি দ্বিতীয় মেয়াদে গভর্নর হওয়ার জন্য নির্বাচনে লড়ছেন।
ইন্দোনেশিয়ার মোট জনসংখ্যা ২৫ কোটি। এর মধ্যে এক শতাংশ চীনা বংশোদ্ভূত। ১৯৯৮ সালে চীনা-বিরোধী অনুভূতি ছড়িয়ে পড়লে দুর্বৃত্তরা চীনা বংশোদ্ভূতদের বাটি-ঘর, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান লুট করে এবং অগ্নিসংযোগ করে। -বিবিসি।
১৬ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম