বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬, ১২:৩৭:০৪

হঠাৎ অসুস্থ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা, হাসপাতালে ভর্তি

হঠাৎ অসুস্থ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা, হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক : হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। তীব্র বুকে ব্যথা অনুভব করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার সুষমার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রসচিবের বৈঠকের কথা ছিল বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

সোমবার গভীর রাতে সুষমাকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এইমস) ভর্তি করা হয়।

সুষমা স্বরাজের পরিবারের সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সুষমাকে পালমোনারি মেডিসিন বিভাগের প্রাইভেট ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে তাঁকে হাসপাতালের কার্ডিও-নিউরো সেন্টারে আনা হয়।

আজ মঙ্গলবার সকালে এইমসের মুখপাত্র অমিত গুপ্ত জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রীর অবস্থা স্থিতিশীল। আজ তাঁর কিছু পরীক্ষা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

পিটিআই জানিয়েছে, এক টুইটার বার্তায় সুষমা অসুস্ততার কথা জানিয়ে দেশবাসীর কাছে সুস্থ হওয়ার জন্য আশীর্বাদ চেয়েছেন।

সুষমা স্বরাজের ডায়াবেটিস আছে। গত ২০ বছর যাবত তিনি ডায়াবেটিসে ভুগছেন। সম্প্রতি তার কিডনি কাজ করা বন্ধ করে দিলে অসুস্থ হয়ে পড়েন। গত ৭ নভেম্বর তিনি এইমসে চিকিৎসা নিতে গিয়েছিলেন। তারপর বুধবার তার কিডনি কাজ করা বন্ধ করে দেয়। এখন ডায়ালিসিসের মধ্যে আছেন তিনি। চিকিৎসকরা তাকে কিডনি ট্রান্সপ্লানটের পরামর্শ দিয়েছেন। আগামী কয়েকদিন তাকে হাসপাতালে থাকতে হবে।

প্রসঙ্গত, সুষমা স্বরাজ এর আগে গত এপ্রিলে নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে এইমসে ভর্তি হয়েছিলেন।
১৬ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে