আন্তর্জাতিক ডেস্ক: ক্ষমতায় আসার আগেই প্রটোকল ভেঙেছেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিয়ম অনুযায়ী প্রেস উইংকে অবহিত করে বাসা থেকে বাইরে যাওয়ার কথা মার্কিন প্রেসিডেন্টের। কিন্তু তা না করে বর্তমান আবাসিকস্থল ট্রাম্প টাওয়ার থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাইরে বের হন।
আর এ নিয়ে তার বিরুদ্ধে প্রটোকল ভাঙার অভিযোগ উঠেছে। আজ বুধবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়।
খবরে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রানজিশন দল, সাংবাদিক ও ফটোগ্রাফারদের জানিয়েছিলো সন্ধ্যায় প্রেসিডেন্ট কোথাও যাবেন না।
কিন্তু এরই দুই ঘণ্টার কম সময় পর ট্রাম্প টাওয়ার থেকে প্রেসিডেন্ট ট্রাম্প গাড়িবহর নিয়ে ম্যানহাটন শহরের টোয়েন্টি ওয়ান ক্লাবে রাতের খাবার খেতে যান।
খবর পেয়ে সাংবাদিক ও ফটোগ্রাফাররা সেখানে পৌঁছালে তাদের ক্লাবের ভেতর ঢুকতে দেওয়া হয়নি।
১৬ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস