আন্তর্জাতিক ডেস্ক : ৪৫ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারের সময় থেকেই বেশ বর্ণময় চরিত্র এই ট্রাম্প। কখনও মহিলাদের নিয়ে উল্টোপাল্টা মন্তব্য, কখনও ব্যঙ্গাত্মক মুখভঙ্গি। আবার কখন জাতিগত বিদ্বেষও দেভিছেন।
ট্রাম্প বরাবরই শিরোনামে এসেছেন। এবার জানা গেল, ট্রাম্পের সঙ্গে নাকি 'গোপন' সম্পর্ক রয়েছে পাকিস্তানের! ট্রাম্প নাকি পাকিস্তানে জন্মেছিলেন। তার আসল নাম নাকি 'দাউদ ইব্রাহিম খান'।
আসলে এই গোটা গল্পের পিছনে রয়েছে মাত্র একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে পাকিস্তানের নিও নিউজের এক সঞ্চালক দাবি করছেন, ট্রাম্প পাকিস্তানে জন্মেছিলেন। পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান থেকে ট্রাম্প প্রথমে ইংল্যান্ডে যান। সেখান থেকে পরবর্তীকালে নিউ ইয়র্কে পৌঁছান।
তাদের দাবি, ট্রাম্প প্রথমে মাদ্রাসার ছাত্র ছিলেন। এই দাবির প্রেক্ষিতে নিও নিউজ সোশ্যাল মিডিয়ায় বেশকিছু ছবি ও টুইটও তুলে ধরে। ট্রাম্প নির্বাচনে জেতার পর এই ভিডিওটি সামনে আসতেই, এখন তা ভাইরাল হয়ে গেছে।
১৬ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি