আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সেনার হাতে ৭ পাক সেনার নিহত হওয়ার পরেই ভারতকে কড়া ভাষাতে জবাব দেওয়ার নির্দেশ দেন পাকসেনা প্রধান রাহিল শরিফ। সেই রেশ ধরেই এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
পাক প্রধানমন্ত্রী বলেন, তাদের সংযমকে ভারত যেন দুর্বলতা না ভাবে। কোনওরকম কৌশল করে পাকিস্তানকে দমন করা যাবে না। তারা নিজেদের রক্ষা ভালোভাবেই করতে পারবেন।
সাত সেনার নিহত হওয়ার পরেই নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতি নিয়ে একটি উচ্চপর্যায়ের জরুরি বৈঠক ডাকেন নওয়াজ শরিফ। সেখানেই সাত সেনাকর্মীর মৃত্যু নিয়ে শোকপ্রকাশের পাশাপাশি বলেন, ভারতীয় সেনা আঞ্চলিক নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনার যেভাবে গুলি চালাচ্ছে তাতে যথেষ্ট সংযম ভূমিকা রাখছে পাকসেনা-জওয়ানেরা। কিন্তু একটা সময় পর্যন্ত সেনা জওয়ানেরা সংযম থাকবে। তাদের দুর্বল ভাবলে নয়াদিল্লি ভুল করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী।
পরে বিবৃতি জারি করে সেই পুরানো অভিযোগ ফের একবার করেছেন শরিফ। তিনি বলেছেন, এই ধরনের কাণ্ড ঘটিয়ে আসলে ভারত কাশ্মীর সমস্যা থেকে আন্তর্জাতিক মহলের নজর সরাতে চাইছে। নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন নিয়ে জাতিসংঘের কাছে হস্তক্ষেপের আবেদন করেছেন পাক প্রধানমন্ত্রী। কলকাতা ২৪x৭
১৬ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি