আন্তর্জাতিক ডেস্ক : প্রতিরক্ষা ও সন্ত্রাসবিরোধী সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যেতে হাতে হাত মেলালো ভারত এবং ইজরাইল।
বর্তমানে ইজরাইলি প্রেসিডেন্ট রয়েভেন রিভলিন আটদিনের ভারত সফরে রয়েছেন। ওয়েই সফরে মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। একাধিক ইস্যুতে দুই রাষ্ট্রনেতা দীর্ঘক্ষণ বৈঠক করেন।
সেখানেই প্রতিরক্ষা এবং সন্ত্রাসবিরোধী একাধিক বিষয়ে একমত হয়েছেন দুই রাষ্ট্রনেতা। একই সঙ্গে দুই দেশ বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যুকে আরও শক্তিশালী করতে অঙ্গীকারবদ্ধ হয়েছে। সেই তালিকায় যেমন রয়েছে – প্রতিরক্ষা ও সন্ত্রাসদমন। তেমনই রয়েছে বাণিজ্য ও বিনিয়োগ, কৃষি, জলসম্পদ, শিক্ষা ও গবেষণা।
বৈঠকের পর নাম না করে পাকিস্তানকে তীব্র আক্রমণ করেন মোদি। রিভলিনের সঙ্গে তাকে সন্ত্রাসদমন সহযোগিতা বৃদ্ধি করতে হচ্ছে কারণ, ভারতের প্রতিবেশী রাষ্ট্র সন্ত্রাস রফতানি করছে।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ হল বিশ্বব্যাপী চ্যালেঞ্জ, যার কোনও সীমানা নেই। আর এর সঙ্গে অন্যান্য সংগঠিত অপরাধের যোগাযোগ রয়েছে। দুঃখের বিষয়, এমন একটা দেশ ভারতের প্রতিবেশী। কলকাতা ২৪
১৬ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি