আন্তর্জাতিক ডেস্ক : ভারতকে যদি হিন্দু রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয়, তাহলে কাশ্মীর তার অংশ কখনোই হতে পারেনা৷ এমনটাই মত জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার৷ পাশাপাশি তিনি আরও বলেন, সংঘ প্রধান মোহন ভগবত সংবিধান বিরোধী কথা বলেছেন৷ সরকারের উচিত তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া৷
দিন কয়েক আগে কাশ্মীরের এক সরকারি অনুষ্ঠানে এসে আরএসএস সংঘ প্রধান মোহন ভগবত দাবি করেন ভারত একটি হিন্দু রাষ্ট্র৷ বৃহস্পতিবার সংঘ প্রধানের সেই বক্তব্যেরই তীব্র নিন্দা করলেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা৷ তার সাফ কথা, ভারতের সংবিধান অনুযায়ী ভারত একটি ধর্ম নিরেপক্ষ দেশ৷ সেখানে এই ধরণের মন্তব্য অসংবিধানিক৷ এরজন্য তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত বলেও মনে করেন ফারুক৷ ভারতে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে৷ সেখানে এই ধরণের কথা কি করে তিনি বলতে পারেন তা নিয়েও প্রশ্ন তোলেন ফারুক৷
তবে শুধুমাত্র সংঘ প্রধানের বিরুদ্ধে তোপ দাগেননি ফারুক৷ এদিনের সভা থেকে তিনি বলেন, এই ধরণের বৈষম্যমূলক কথা যদি ভগবতের মতো লোকেরা লাগাতার বলতে থাকেন, তা হলে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হবে, ভারত প্রসঙ্গে কায়াদ-ই-আজম(মোহাম্মদ আলি জিন্নাহ) ঠিক ছিলেন৷ কলকাতা ২৪
১৭ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি