বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬, ০৮:৩১:৩০

পাকিস্তানকে ‘জঙ্গি রাষ্ট্র’ ঘোষণা করবেন ট্রাম্প!

পাকিস্তানকে ‘জঙ্গি রাষ্ট্র’ ঘোষণা করবেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানকে জঙ্গি রাষ্ট্র বলে ঘোষণা করবে আমেরিকা। পাকিস্তানকে যাতে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে ঘোষণা করা যায়, সে বিষয়ে পদক্ষেপ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এবার এমনই জানালেন ভারত-মার্কিন শিল্পপতি, তথা ট্রাম্প বলয়ের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য শহলাব কুমার। দাবী ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়াডটকমের।

পাকিস্তানকে জঙ্গি রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে মার্কিন কংগ্রেসে যে বিল রয়েছে, ডোনাল্ড ট্রাম্প তা সমর্থন করবেন। আর তার জেরে পাকিস্তানকে যেমন জঙ্গি রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হবে, তেমনি ভারত-মার্কিন সম্পর্কও আরও দৃঢ় হবে বলে জানিয়েছেন সহলাব কুমার।

উরির সেনা ছাউনিতে হামলার পর পরই পাকিস্তানকে জঙ্গি রাষ্ট্র হিসেবে ঘোষণা করার দাবিতে বিলে পেশ করেন মার্কিন কংগ্রেসের দুই সদস্য। কাজ অনেকটা এগিয়ে গেলেও, ভাতের দাবিতে সিলমোহর পড়েনি শেষ পর্যন্ত। আর তার কিছুদিনের মধ্যেই নতুন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের তোড়জোড় শুরু হয়।

২৭৬টি ভোট পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই এবার ডোনাল্ড ট্রাম্প ভারত-মার্কিন সম্পর্ক আরও মজবুত করতে উদ্যোগী হবেন বলে আশা প্রকাশ করা হয় দুই দেশেরই তরফেই। আর পাকিস্তানকে জঙ্গি রাষ্ট্র ঘোষণার মধ্যেই দিয়েই ভারত-মার্কিন সম্পর্কের ভিত আরও মজবুত করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প ? সেটা অবশ্য সময়ই বলবে।

১৭ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে