আন্তর্জাতিক ডেস্ক: সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কের উন্নতিতে মন দিয়েছে ভারত। শপথ নেয়ার আগেই তাঁর সঙ্গে মত বিনিময় করতে আমেরিকা পাঠানো হয়েছে পররাষ্ট্র সচিব এস জয়শঙ্করকে। তবু ট্রাম্প আসার পর ভারতীয় তথ্যপ্রযুক্তি শিল্পের সুদিন আসা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
স্টিভ ব্যাননকে মুখ্য কৌশল নির্মাতা হিসেবে নিয়োগ করেছেন ট্রাম্প। সেই ব্যাননই কয়েক মাস আগে সিলিকন ভ্যালিতে যেভাবে এশীয়রা প্রভুত্ব করছে তা নিয়ে উষ্মা প্রকাশ করেন। আসলে ট্রাম্পের সাক্ষাৎকার নিচ্ছিলেন ব্যানন।
ট্রাম্প বলেন, আমেরিকায় ছাত্র-ছাত্রীরা পড়াশোনা শেষ করে দেশে ফিরে যায়। সেরা ছাত্র-ছাত্রীরা যাতে পড়াশোনা শেষ করে দেশে থেকে যান তার চেষ্টা করবেন বলে ট্রাম্প জানান। এর উত্তরে ব্যানন বলেন, ‘সিলিকন ভ্যালির দুই-তৃতীয়াংশ বা তিন-চতুর্থাংশ সি ই ও–ই দক্ষিণ এশিয়া বা এশিয়ার মানুষ। একটা দেশ অর্থনীতির থেকেও বড়।
আমরা একটি সভ্য সমাজে বাস করি।’ এরপরই সংবাদ মাধ্যমে আলোচনা শুরু হয়, এই বক্তব্যে কী বলতে চেয়েছেন ব্যানন? প্রযুক্তির ওয়েবসাইট ‘দ্য ভার্জ’ বলেছে, ‘সভ্য সমাজ বলতে সম্ভবত তিনি শ্বেতাঙ্গ আমেরিকানদের কথা বলেছেন।’-আজকাল
১৮ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ