শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬, ০৩:০৩:৩০

সুষমাকে নিজের কিডনি দিতে এগিয়ে এলেন ট্রাফিক সার্জেন্ট

সুষমাকে নিজের কিডনি দিতে এগিয়ে এলেন ট্রাফিক সার্জেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: কিডনির সমস্যায় ভুগছেন ভরতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ৷ তাঁর কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন দেখা দিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা৷ আর সে খবর পেয়ে সুষমা স্বরাজকে কিডনি দিতে এগিয়ে এলেন ভোপালের এক ট্রাফিক সার্জেন্ট। তার নাম গৌরব দাঙ্গি।

গত মঙ্গলবারই কিডনির সমস্যা নিয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয় সুষমা স্বরাজকে৷ গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী টুইটার অ্যাকাউন্ট থেকে এই তথ্য শেয়ার করা হয়৷ সূত্রের খবর, দীর্ঘ ২০ বছর ধরে ডায়বেটিসের সমস্যায় ভুগছিলেন তিনি।

তা থেকেই কিডনির সমস্যা দেখা দেয় তাঁর। বিষয়টি নিয়ে আশঙ্কার কিছু না থাকলেও কিডনি প্রতিস্থাপনের প্রয়োজনের কথা জানান এইএমসের চিকিৎসকরা। ৬৪ বছররে পররাষ্ট্রমন্ত্রীর চিকিৎসার তত্ত্বাবধানে রয়েছে ৪ জন চিকিৎসকের একটি বিশেষ দল।

সুষমাকে কিডনি দিতে আগ্রহী ভোপালের ট্রাফিক সার্জেন্টের বক্তব্য, দেশের স্বার্থেই সুষমাজির সুস্থ থাকা প্রয়োজন। আর দুজনের ব্লাড গ্রুপ এক হওয়ায় তাঁর মাথায় এই কিডনি দান করার কথা মাথায় আসে বলে জানান গৌরব দাঙ্গি৷ এদিকে যাঁরা সুষমা স্বরাজকে কিডনি দিতে ইচ্ছা প্রকাশ করেছেন বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট থেকে তাঁদের ধন্যবাদজ্ঞাপন করা হয়েছে।-সংবাদ প্রতিদিন

১৮ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে