আন্তর্জাতিক ডেস্ক : প্রথম বিদেশী নেতা হিসেবে যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন জাপানের প্রধানমন্ত্রী সিনঝো আবে।
নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে নব্বই মিনিট স্থায়ী ঐ বৈঠকের বিস্তারিত গণমাধ্যমকে জানানো হয়নি।
তবে, বৈঠকের আগে আবে বলেছেন তিনি উভয় দেশের মধ্যে নতুন করে আস্থা তৈরি এবং যৌথভাবে কাজ করার বিষয়ে জোর দেবেন।
অন্যদিকে, ট্রাম্প বলেছেন, জাপানের অবস্থিত মার্কিন সামরিক ঘাটির ব্যয় নির্বাহে জাপানের আরো অর্থ বরাদ্দ করা উচিত।
নির্বাচনের আগে ট্রাম্পের এহেন বক্তব্যে বহির্বিশ্বে নিজের সবচেয়ে বড় মিত্র দেশের সাথে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে রীতিমত উদ্বিগ্ন হয়ে পড়ে জাপান।
ট্রাম্প সেসময় জাপান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সাথে বারাক ওবামার করা একটি বাণিজ্য চুক্তিরও কড়া সমালোচনা করেছিলেন।
তবে, দুই নেতার মধ্যকার বৈঠকে সে উদ্বেগ দূর হবে বলে আশা বিশ্লেষকদের।
আবের মন্ত্রীসভার বিশেষ উপদেষ্টা তমোহিকো তানিগুচি বলেছেন, নির্বাচনী প্রচারণার সময়কার মনোভাব বদলে মি. ট্রাম্প এখন ভবিষ্যৎ সম্পর্কের দিকে তাকাতে চাইছেন।
সেকারণে প্রথম বিদেশী নেতার সঙ্গে সাক্ষাতের জন্য আবেকে বেছে নেয়া একটি বিশেষ ইঙ্গিত দিচ্ছে, আর তা হচ্ছে, সম্পর্ক উন্নয়নের দিকে ট্রাম্পের আগ্রহ রয়েছে।
দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র জাপানের সবচেয়ে বড় মিত্র। সেসময় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত জাপানের পুনর্গঠনে যুক্তরাষ্ট্র ব্যাপক সহযোগিতা করেছিল। -বিবিসি।
১৮ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম