আন্তর্জাতিক ডেস্ক: মার্কিনিদের ক্ষতি হতে পারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এমন সম্পর্কে না জড়াতে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুশিয়ারি দিয়েছেন বারাক ওবামা।
প্রেসিডেন্ট হিসেবে জার্মানির বার্লিনে শেষ সফরে এসে বৃহস্পতিবার তিনি এ পরামর্শ দেন।
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে বৈঠকের পর বক্তব্যে ওবামা বলেন, 'তিনি চান না যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট রাশিয়ার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আদর্শ ও মূল্যবোধকে পাশ কাটিয়ে শুধু পরিস্থিতিকে বিবেচনায় নেবেন।'
রাশিয়া সিরিয়া ও ইউক্রেনের মতো ইস্যুগুলোতে ওয়াশিংটনের সঙ্গে ‘সাংঘর্ষিক অবস্থানে’ যাবে বলেও মন্তব্য করেন ওবামা। এ সময় তিনি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
২০০৮ সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বার্লিনেই প্রথম বক্তব্য দিয়েছিলেন ওবামা।
১৮ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর