আন্তর্জাতিক ডেস্ক: নোট সঙ্কটের মধ্যেই এ দেশে হাজির বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। এই ‘দুর্দিনে’ তাঁকে কাছে পেয়ে স্বভাবতই সাংবাদিকরা প্রশ্ন করেন, রাতারাতি কালো টাকার উপর মোদীর ‘সার্জিক্যাল স্ট্রাইক’কে কী ভাবে দেখছেন? উত্তরে বিল গেটস জানান, ‘দেশের নিরাপত্তার স্বার্থে প্রধানমন্ত্রীর এটি সাহসী পদক্ষেপ’। নোট বাতিল নিয়ে মোদীকে এরকমই দরাজ সার্টিফেকট দিলেন তিনি। স্বয়ং মাইক্রোসফ্ট প্রতিষ্ঠাতার এই বক্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে আরও বেশি বুকে বল জোগাবে, এ নিয়ে কোনও সন্দেহ নেই।
বুধবার, নীতি আয়োগ (ন্যাশনাল ইন্সটিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া)-এর একটি অনুষ্ঠানে বিল গেটস বলেন, “ভারতের অর্থনীতিকে চাঙ্গা করতে এবং মুদ্রাস্ফীতি কমাতে প্রধানমন্ত্রীর এই সাহসী পদক্ষেপ দরকার ছিল।” নরেন্দ্র মোদী যে ডিজিটাইলেশনের উপর জোর দিচ্ছেন তারও ঢালাও প্রশংসা করেন তিনি। বলেন, “প্রধানমন্ত্রী জন ধন যোজনা এবং আধার কার্ড ব্যাঙ্কের মাধ্যমে যুক্ত করায় দেশের প্রত্যন্ত জায়গায় থাকা মানুষের অনেক সুবিধা হয়েছে।” ভবিষ্যতে আরও বেশি উপকারে আসবে আধার কার্ড। এমনকী পরবর্তীকালে আধার কার্ডের মাধ্যমে মাত্র ৩০ সেকেন্ডে সমস্ত ডকুমেন্টের কাজ হয়ে যাবে বলে জানান বিল গেটস। তিনি আরও আশাবাদী, আধার উইনিক আউডি সিস্টেম গোটা ভারতকে এক জায়গায় নিয়ে আসবে।-আনন্দবাজার
১৮ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস