আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার একদল বিজ্ঞানীর দাবি, প্রায় ১৪০ টি পরমাণু শক্তিধর ক্ষেপনাস্ত্র ইতিমধ্যে গোপনে তৈরি করে ফেলেছে পাকিস্তান। সেগুলিতে শুধু ক্ষেপনাস্ত্র নয়, রয়েছে পরমাণু বহনযোগ্য বিমান, একাধিক গাড়ি , যাতে করে অস্ত্রগুলি বহন করে আনা হয়।
স্যাটেলাইট ফেরত সেই ছবি বিশ্লেষণ করে এমনই বিস্ফোরক তথ্য জানিয়েছেন ওই বিজ্ঞানীর দল। এই সমস্ত অস্ত্রগুলির মধ্যেই রয়েছে নানা রকমের ভাগ। কয়েকটি সরাসরি ১০০ কিলোমিটারের মধ্যে আঘাত হানতে সক্ষম। আবার, কয়েকটি আছে বেশি দূরত্বের। বলা হয়েছে পাকিস্তান ফরাসী সহযোগিতায় তৈরি করা এফ–১৬ বিমানের ক্ষমতা বাড়িয়ে পরমাণু অস্ত্র বহনে সক্ষম যন্ত্র হিসেবে প্রস্তুত করেছে। অন্যদিকে, যুদ্ধ বিমান মিরাজ–ও পরমাণু ক্ষেপনাস্ত্র বহনে সক্ষম।
এছাড়াও স্যাটেলাইটে তোলা ছবিতে দেখা গেছে, পরমাণু শক্তিধর ক্ষেপনাস্ত্র যুদ্ধের কাজে লাগানোর জন্য হোমওয়ার্ক প্রায় সেরে ফেলেছে নওয়াজ শরিফের দেশ। ছবিতে পরিষ্কার, একাধিক ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, একাধিক এয়ার বেস রয়েছে। পরমাণু ক্ষেপনাস্ত্র তৈরির পরিকাঠামো ইতিমধ্যে তৈরি করা হয়েছে সিন্ধ প্রদেশ, বালুচিস্তান, পাঞ্জাব প্রদেশ ও সারগোধায়। একটি বেস এখনও তৈরি হওয়া বাকি। যদি এই সমস্ত দাবি সত্যি হয়, তাহলে একথা প্রমানিত হবে, যে আন্তর্জাতিক নিয়ম মাফিক পরমাণু অস্ত্র ব্যবহারের নিয়ম ভেঙে পাকিস্তান। আজকাল
১৮ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি