শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬, ০৫:৪৬:২৭

মার্কিন ভোট প্রচারের তথ্য ‘হ্যাক’ করেছিল রাশিয়া?

মার্কিন ভোট প্রচারের তথ্য ‘হ্যাক’ করেছিল রাশিয়া?

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হ্যাকারের ভূমিকা নিয়েছিল রাশিয়া? এমনটাই দাবি করলেন আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর অ্যাডমিরাল মাইকেল রজার্সের। তাঁর দাবি, যেনতেন প্রকারেন ফলাফলটা তাঁর অনুকুলে নিয়ে যাওয়ার জন্যই ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনের প্রচারের গোপনীয় তথ্যাদি ‘হ্যাক’ করেছিল রাশিয়া।

হোয়াইট হাউসে ভাবী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টিমে কে আসছেন, কে আসছেন না, তা নিয়ে যতটা জল্পনা চলছে, তার চেয়েও অনেক বেশি রটনা, ২০১৬-র নির্বাচনে ট্রাম্পকে জেতাতে কতটা ‘গুরুত্বপূর্ণ’ ভূমিকা নিয়েছিল রাশিয়া।

তথ্য ‘হ্যাক’ করে রাশিয়া যেনতেন প্রকারেন চেয়েছিল ফলাফলটা যেন তার অনুকুলেই যায়! মানে, যেন শেষমেশ মার্কিন প্রেসিডেন্ট হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পই। এই তথ্য ফাঁস হয়ে যায় উইকিলিক্সের দৌলতেই। এ দিন রজার্স স্পষ্টই বলেন, ‘কোনও একটি দেশ খুব জেনেশুনেই কাঙ্খিত ফলের জন্য এটা করেছিল। এটা খুব ভেবেচিন্তেই করা হয়েছিল। হঠাৎ করে তা করা হয়নি।’-আনন্দবাজার

১৯ নভেম্বর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে