আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দিল্লিতে ভোররাতে ভয়াবহ আগুন লাগল একটি বাজারে। মুন্ডকায় এশিয়ার বৃহত্তম ছাঁট মালের বাজারে আগুন লাগে। প্লাস্টিকের জিনিস থাকায় আগুন দ্রুত আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ৩৩ টি ইঞ্জিন। অগ্নিকাণ্ডে হতাহতের খবর নেই।
কী থেকে আগুন লাগল, তা এখনও পরিস্কার নয়। আগুন নিয়ন্ত্রণে আনার পর ফরেনসিক পরীক্ষা হবে। তারপরেই আগুন লাগার কারণ জানা যাবে বলে দমকলের তরফে জানানো হয়েছে। সামগ্রিকভাবে ওই এলাকায় উপযুক্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে।
১৯ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম